Header Ads

 • Breaking News

  সুইস ব্যাংকে বাংলাদেশিদের সঞ্চয় ১৯ শতাংশ বেড়েছে


  সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে (সুইস ব্যাংক) এক বছরে বাংলাদেশি সঞ্চয় ১৯ শতাংশ বেড়েছে। ২০১৬ সাল শেষে বাংলাদেশিদের আমানত দাঁড়িয়েছে ৬৬ কোটি ১৯ লাখ ফ্র্যাংক। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ হাজার ৬০০ কোটি টাকা (প্রতি সুইস ফ্র্যাংক ৮৪.৪৭ টাকা হিসাবে)।
  বৃহস্পতিবার সুইস ন্যাশনাল ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
  সুইস ব্যাংকে টাকা রাখার তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান এবং ভারতের পরই বাংলাদেশের অবস্থান। আমানতের রাখার ক্ষেত্রে এ বছরও প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাজ্য।
  ২০১৫ সালে বাংলাদেশিদের সঞ্চয়ের পরিমাণ ছিল ৪ হাজার ৪৫২ কোটি টাকা। এ হিসেবে এক বছরে বেড়েছে ১ হাজার ১৫০ কোটি টাকা।
  ভারতের আমানতকারীদের ২০১৬ সাল শেষে সুইস ব্যাংকে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৬৬ কোটি ৪৮ লাখ ফ্র্যাংক। আর পাকিস্তানের দাঁড়িয়েছে ১৩৮ কোটি ৬০ লাখ ফ্র্যাংক।
  এর মধ্যে ভারতের আমানত অর্ধেক কমেছে। গত বছর দেশটির আমানত ছিল ১২০ কোটি ৬৭ লাখ সুইস ফ্র্যাংক।
  অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগ না হওয়ায় পুঁজি পাচার হচ্ছে। আলোচ্য সময়ে বিশ্বের অন্যান্য দেশের আমানত কমেছে। তবে সামগ্রিকভাবে ২০১৬ সালে মোট আমানতের পরিমাণ কমেছে।

  No comments

  Post Top Ad

  ad728

  Post Bottom Ad