Header Ads

 • Breaking News

  বিয়ে স্বাস্থ্যের জন্য কতটা ভাল?


  বিয়ের ভালোমন্দ নিয়ে আছে নানা রকমের গবেষণা, আছে নানান রসালো আলোচনাও। তবে সাম্প্রতিক এক গবেষণা বলছে, মানুষের হৃদপিণ্ডের সুস্থতার জন্য বিয়ে খুবই উপকারী। বিয়ে হৃদরোগের ঝুঁকি কমানোর উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের ঝুঁকি কমায়। 

  বিজ্ঞানীরা প্রায় পাঁচ লক্ষ প্রাপ্তবয়স্ক ব্রিটিশ নাগরিকে ওপর গবেষণা চালিয়ে দেখেছেন, রক্তে উচ্চ কোলেস্টেরল থাকার পরেও বিবাহিত মানুষেরা অবিবাহিতদের তুলনায় ১৬ শতাংশ বেশিদিন বেঁচে থাকেন। এমনকি উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসে ভোগা বিবাহিত রোগীরাও অবিবাহিতদের চেয়ে বেশি সময় বাঁচেন বলে দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা। 

  যাদের ওপর গবেষণা চালানো হয়েছে, তাদের সকলেরই উচ্চ রক্তচাপ, কোলেস্টরেল এবং ডায়াবেটিস রয়েছে। তিন ধরণের হৃদরোগ নিয়ে চিকিৎসকের কাছে এসেছিলেন এই মানুষেরা। ১৩ বছর ধরে গবেষণাটি চালানো হয়েছে। বিজ্ঞানীদের বিশ্বাস, প্রেমময় একজন জীবনসঙ্গী স্বামী বা স্ত্রীকে সুস্থ ও স্বাস্থ্যবান থাকতে উৎসাহ জোগায়। 

  যদিও এ বিষয়ে তাদের হাতে কোন প্রমাণ নেই। তবে, আলাদা থাকছেন এমন দম্পতি, ডিভোর্সড এবং বিধবা ও বিপত্নীকদের ক্ষেত্রে কী হয় তা এই গবেষণায় দেখানো হয়নি। 

  No comments

  Post Top Ad

  ad728

  Post Bottom Ad