Header Ads

 • Breaking News

  'ব্যথাতুর' চিঠিতে যা লিখলেন কুম্বলে


  বিরাট কোহলির কারণেই যে অনিল কুম্বলে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন, সেটি কারো অজানা নয়। মঙ্গলবার পদত্যাগ করার পর ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) ধন্যবাদ জানিয়ে টুইট করেন কুম্বলে। সেখানে দায়িত্ব ছেড়ে দেয়ার বিশদ কারণ ব্যাখ্যা করেন তিনি।


  টুইটের শুরুতেই কুম্বলে বলেন, 'ক্রিকেট উপদেষ্টা কমিটি আমাকে দায়িত্ব চালিয়ে যাওয়ার ব্যাপারে যে আস্থা ও বিশ্বাস রেখেছে তার জন্য আমি গর্বিত। গত বছর আমরা যে অর্জন করেছি তার কৃতিত্ব অধিনায়ক, গোটা দল এবং কোচিং ও সাপোর্ট স্টাফদের।'

  কোহলি যে তার কোচিং স্টাইল পছন্দ করছেন না কিংবা তাকে কোচ হিসেবে চাইছেন না সেটি জেনে বেশ অবাক হয়েছেন ভারতের এই সাবেক ক্রিকেটার। তিনি লিখেছেন, 'গতকালই আমি বিসিসিআই থেকে জানতে পেরেছি আমার কোচিং স্টাইল অধিনায়কের পছন্দ নয় এবং আমার দায়িত্ব চালিয়ে যাওয়ার ব্যাপারেও তার আপত্তি রয়েছে। আমি ব্যাপারটা শুনে খুবই বিস্মিত হয়েছি। কোচ ও অধিনায়কের সম্পর্কের সীমার প্রতি আমি সবসসয় শ্রদ্ধা করে এসেছি। বোর্ড কোচ ও অধিনায়কের মধ্যকার ভুল-বোঝাবুঝির অবসান ঘটানোর চেষ্টা করেছে। কিন্তু এই জুটি চালিয়ে যাওয়া সম্ভবপর হচ্ছিল না। তাই আমি বিশ্বাস করি, সরে দাঁড়ানোই ভালো।'

  তবে ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালন করা যে দারুণ ব্যাপার ছিল সেটি জানাতে ভুল করেননি কুম্বলে। এ বিষয়ে তিনি লিখেছেন, 'আমি আবারও পুনরাবৃত্তি করছি, গত এক বছর ধরে ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করা ছিল অসাধারণ ব্যাপার। আমি ক্রিকেট উপদেষ্টা কমিটি, বিসিসিআই, কমিটি অব এডমিনিস্ট্রেশন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।'

  ভারতীয় দলের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে থাকার প্রত্যয় ব্যক্ত করে ভারতের এই কিংবদন্তি সাবেক ক্রিকেটার সবশেষে লিখেছেন, 'ধারাবাহিক সমর্থনের জন্য ভারতীয় ক্রিকেটের অগণিত অনুসারী এবং ভক্তের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি সর্বদাই আমার দেশের শুভাকাঙ্ক্ষী হিসেবে থাকবো।' 

  No comments

  Post Top Ad

  ad728

  Post Bottom Ad