সব নেতাকর্মীকে এক কাতারে শামিল হতে হবে: ছাত্রলীগ সভাপতি
"ছাত্রলীগের সকল নেতাকর্মীকে একই কাতারে শামিল হতে হবে। কেননা আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। "
আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে এসব কথা বলেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ। এ সময় কলাপাড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ছাত্রলীগের সংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতেও নির্দেশনা দেন তিনি। সাবেক প্রতিমন্ত্রী আওয়ামী লীগ কলাপাড়া উপজেলার সভাপতি আলহাজ মাহবুবুর রহমান এমপির নেতৃত্বে কলাপাড়া উপজেলা ছাত্রলীগ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, জেলা আওয়ামী লীগের নেতা জোবায়দুল হক রাসেল, কলাপাড়া আওয়ামী লীগের সহসভাপতি সুলতান মাহমুদ, অধ্যক্ষ দেলওয়ার হোসেন, উপাধ্যক্ষ শহীদুল আলম, ইউপি চেয়ারম্যান এ বি এম হুমায়ুন কবির, কাউন্সিলর মাহবুব আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান সুজন মোল্লা, সাধারণ সম্পাদক কাউন্সিলর নাসির উদ্দিন সোহাগ, ছাত্রলীগ নেতা খাইরুল হাসনাত খালিদ প্রমুখ।
No comments