বিএনপিতে যোগদান অনুষ্ঠানও আ’লীগ সহ্য করতে পারছে না : ভিপি সাইফুল
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, বিএনপিতে মানুষ দলে দলে যোগ দিচ্ছে। মানুষ এভাবে বিএনপিতে যোগ দেয়ার জন্য উদগ্রীব এমন আবস্থা আগে কখনো দেখা যায়নি। মানুষ বিএনপির পতাকাতলে দাঁড়িয়ে এ সরকারের হাত থেকে মুক্তি চায়। এ অবস্থা দেখে আ’লীগের মাথাখারাপ হয়ে গেছে। তাই দেশের বিভিন্ন স্থানে বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে আ’লীগের গুন্ডাবাহিনী হামলা করছে।
তিনি বলেন, দেশবাসী সহায়ক সরকারের দাবি আদায়ে রাস্তায় নামলে পালানোর রাস্তা পাবে না সরকারি দলের নেতারা।
তিনি শনিবার বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা বিএনপির সহসভাপতি শামছুল আলম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা, সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর হেনা, বিএনপি নেতা মীর শাহে আলম, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন। এ ছাড়া বক্তব্য দেন বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন, অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম, ইউপি চেয়ারম্যান মাফতুন আহমেদ ও আবু সালেহ নয়ন, মহিলা দলের নেত্রী নাজমা আক্তার, শ্রমিকদলের মোশারফ হোসেন স্বপন, স্বেচ্ছাসেবকদলের মাহবুব হাসান লেমন, যুবদলের বুলবুল প্রমুখ।
এরপর ভিপি সাইফুল কর্মসূচীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
No comments