কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় নিহত ১
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া স্থানীয়দের বরাত দিয়ে জানান, কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনের পাশ দিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ওই ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। এসময় একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরনে বেগুনি রংয়ের হাফ হাতা শার্ট ও সাদা-নিল চেক লুঙ্গি রয়েছে বলে জানিয়েছেন তিনি।
No comments