গণ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মশালা
সাভার গণ বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের উদ্যোগে দ্বিতীয় পর্যায়ে শিক্ষকদের 'শিক্ষাবিজ্ঞান ও পেশাগত নীতি বিষয়ে' তিন দিনের কর্মশালা শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি'র সভাকক্ষে এ কর্মশালা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু প্রধান।
গণ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন।
গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন জানান, তিন দিনের কর্মশালার প্রথম দিনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এম মোজাহার আলী ব্লুমস ট্যাক্সোনমি, শিক্ষণ পদ্ধতি, পাঠ পরিকল্পনার মূল উপাদান ও পাঠ পরিকল্পনা তৈরির ওপর প্রশিক্ষণ দেন। গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৫০ জন শিক্ষক এতে অংশ নেন। দ্বিতীয় ও তৃতীয় দিনে একই প্রশিক্ষক অধ্যাপক ড. এম মোজাহার আলী, অবাচনিক যোগাযোগ কৌশল, শিক্ষণ পদ্ধতিতে প্রশ্নোত্তর কৌশল, শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় নৈতিক নীতির ওপর প্রশিক্ষণ দেবেন। সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলা এ কর্মশালা শেষ হবে আগামী ২৭ জুলাই।
এর আগে একই প্রশিক্ষক ১৮ থেকে ২০ জুলাই পর্যন্ত একই বিষয়ের ওপর আরো ৫০ জন শিক্ষককে প্রশিক্ষণ দেন। উচ্চ শিক্ষার মানোন্নয়নের জন্য বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বাাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধীনে গণ বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল গঠন করা হয়। এর ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
No comments