মাশরাফিকে পেয়ে আমরা আনন্দিত: সাফওয়ান সোবহান
ইতিমধ্যেই সবাই জেনে গেছেন যে, টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা আগামী বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামবেন। আজ হলো তার আনুষ্ঠানিক চুক্তি সম্পাদন পর্ব। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স হলে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন রংপুর রাইডার্সের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করলেন মাশরাফি। চুক্তি সম্পাদন অনুষ্ঠানে উপস্থিত হয়ে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান বলেন, মাশরাফির মত একজন ক্রিকেটারকে পেয়ে আনন্দিত রংপুর রাইডার্স পরিবার।
গত ২১ জুলাই শুক্রবার মাশরাফির সঙ্গে যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিপিএলের অন্যতম ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স। আজ রবিবার মাশরাফির চুক্তি সাক্ষরিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি সাফওয়ান সোবহান। রংপুর রাইডার্স দলটির পরিচালনায় রয়েছে সোহানা স্পোর্টস লিমিটেড। যার ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান। আরও উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক, দলের মেন্টর নাজমুল আবেদিন ফাহিম, ম্যানেজার ড: আনোয়ারুল ইকবাল এবং দলের নতুন অধিনায়ক মাশরাফি।
কোটি কোটি ক্রিকেটভক্তের প্রিয় মানুষ ম্যাশকে নিয়ে বসুন্ধরা গ্রুপের ভাইচ চেয়ারম্যান বলেন, 'আমরা প্রথমবারের মতো বিপিএলের আসরে অংশ নিচ্ছি। আমাদের গ্রুপ সব কিছুতেই এগিয়ে যেতে চায়। তেমনি বিপিএলের দল রংপুরকে নিয়েও আমরা এগিয়ে যেতে চাই। মাশরাফির মতো আইকন ক্রিকেটারকে পেয়ে আমরা আনন্দিত। সে সত্যিকারের একজন গেম চেঞ্জার। আমি আশাবাদী মাশরাফি আমাদের এই দলকে ভালো কিছুই উপহার দেবে। '
তিনি আরও বলেন, 'দলের সবকিছু নির্ভর করবে ক্রিকেটারদের পারফর্মে। আমরা কোনোরকম চাপ দেব না ক্রিকেটারদের। আমার বিশ্বাস মাশরাফি ভালো সিদ্ধান্ত নেবে। আমাদের কোচ থাকবেন, মেন্টর থাকবেন, ম্যানেজমেন্টের অন্য সবাই থাকবেন, মাশরাফির মতো তারাও ভালো সিদ্ধান্ত নেবেন বলে মনে করি। তাদের শতভাগ সাপোর্ট দেওয়া হবে। তাদের সিদ্ধান্ত মেনে নেওয়া হবে। আমার আশা থাকবে রংপুরের দলে যেই খেলুক না কেন তারা পূর্ণ পেশাদারী মনোভাব নিয়েই খেলবে। মাশরাফির উপর আমাদের পূর্ণ আস্থা আছে। '
রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক বলেন, 'এবার আমাদের দলে মাশরাফির মতো ক্রিকেটারকে পেয়েছি। আমি তাকে বলতে চাই লাকি চার্ম। রংপুরকে সে এগিয়ে নেবেই। আমরা এখন থেকেই কাজ শুরু করে দিয়েছি। দল ভালো কিছু করবেই। '
উল্লেখ্য, গত মে মাসে আনুষ্ঠানিকভাবে রংপুর রাইডার্সের মালিকানা নিজেদের করে নেয় দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। এবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়কত্ব ছেড়ে রংপুরে এসেছেন ম্যাশ। বিপিএলের গত চারটি আসরে ম্যাশের ৩ বার শিরোপা উঠেছে অধিনায়ক মাশরাফির হাতে। এবার তার জাদুর ছোঁয়ায় শিরোপার লড়াইয়ে নামতে যাচ্ছে তারকাবহুল রংপুর রাইডার্স।
No comments