Header Ads

Surfe.be - Banner advertising service
 • Breaking News

  স্মিথদের সঙ্গে বাংলাদেশে আসছেন হ্যাডিনও

  Daily-Sangbad-Pratidin-test-cricket.jpg

  দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৮ আগস্ট বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া দল। আর এ সফরে স্মিথ-ওয়ার্নারদের সঙ্গে ফিল্ডিং মেন্টর হিসেবে বাংলাদেশে আসবেন দলটির সাবেক উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিন। অস্ট্রেলিয়া দলের ফিল্ডিং কোচ গ্রেগ ব্লিওয়েটের পরিবর্তে স্মিথদের সঙ্গে আসবেন হ্যাডিন।
  হ্যাডিন ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০১৫ সালের জুলাইতে। এরপরই কোচিংয়ে যোগ দেন সাবেক এই উইকেটরক্ষক। কোচিং করিয়েছেন নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলকে। গত বছর ‘এ’ দলের সহকারী কোচ হিসেবে ভারত-এ ও দক্ষিণ আফ্রিকা-এ দলের বিপক্ষে সিরিজে কাজ করেছেন। এবার ডাক পেলেন মূল দলে।
  নিজের ক্যারিয়ারে হ্যাডিন ৬৬ টেস্টে ২৬২ ক্যাচ আর ৮ স্ট্যাম্পিং করেছেন। ১২৬ ওয়ানডেতে তার ক্যাচের সংখ্যা ১৭০, আর স্ট্যাম্পিং করেছেন ১১টি।

  No comments

  Post Top Ad

  Surfe.be - Banner advertising service

  Post Bottom Ad